উইকেট পেলেই মিলারকে ইনস্টাগ্রামে আনফলাে করবো বললেন সাইফউদ্দিন
২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর দুঃস্বপ্নের মতই কেটেছিল। দুঃস্বপ্ন একটু বেশিই ছিল সাইফউদ্দিনের জন্য। তখনকার নতুন মুখ সাইফউদ্দিনকে যে দ্বিতীয় টি - টোয়েন্টিতে কচুকাটা করেছিলেন ডেভিড মিলার। ১ ওভারে মিলার নিয়েছিলেন ৩১ রান।
মোহাম্মদ সাইফুদ্দিন এর জীবনী ভয়াবহ দিন ছিল সেই দিন। সাইফুদ্দিনের প্রথম ৫ বলে ৫ টি ছয় হাঁকান মিলার। অনেকবারই সেই দিনের প্রশ্নের সম্মুখীন হয়েছে সাইফুদ্দিন।
সম্প্রতি বিডিক্রিকটাইম লাইভ আড্ডার সাক্ষাৎকারে সাইফুদ্দিন বলেন, বিশ্বকাপে আবার ওর (মিলারের) মুখােমুখি হয়েছিলাম ৷ ওখানেও একটা চার মেরেছিল। মিলার এর সাথে মুখোমুখি হওয়ার জন্য তেমন ম্যাচ পাইনা। শেষবার বিশ্বকাপে সুযোগ হয়েছিল।
সাইফউদ্দিন আরো বলেন, একটা মজার কথা বলি, পাঁচটা ৬ খাওয়ার পর হােটেলে এসে ইনস্টাগ্রামে ওকে ফলাে করি। এক অবাধে পাঁচটা ছক্কা খাওয়ার পরে বোলাররা এমনটাই করবে এটাই স্বাভাবিক। আমিও তাকে ফলো দেই। এটা ভেবে, সে কি খায়, কি করে, কিভাবে অনুশীলন করে এইসব জানার জন্য।
কিন্তু মজার ব্যাপার হলো, মিলার তার ইনস্ট্রাগ্রামে অনুশীলন কোন ভিডিও দেয় না। মাঝেমধ্যে নিজের দুই একটা ছবি দেয়। আর সব সময় মাছধরা, শিকার করা, পশু পাখির সাথে আড্ডার ভিডিও দেয়।
সেই ২০১৭ সাল থেকে ইনস্টাগ্রামে তাকে ফলাে করছি। এখন ২০২০ সাল। দীর্ঘ তিন বছর ধরে তাকে অনুসরণ করার পরও তার উইক জন কিছুই পেলাম না। তার থেকে কোন আইডিয়াই কাজে লাগাতে পারলাম না। পরের বার তার সাথে দেখা হলে কাজে লাগাবো। মিলার কে উইকেট না পর্যন্ত অনুসরণ করব। মিলারের উইকেট পেলেই তাকে আনফলো করব।
No comments