বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ছয় মারা ব্যাটসম্যানের তালিকা
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএল, বিগ ব্যাশ লিগ - বিপিএল, পাকিস্তান সুপার লিগ - পিসিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ - সিপিএল। কোন অংশেই কম নয় আমাদের বিপিএল।
অন্যান্য আসরগুলোর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে ও দেখা যায় দেশি বিদেশি সব ক্রিকেটারদের ভিড়। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিনিয়তই নতুন নতুন রেকর্ড করে যাচ্ছেন খেলোয়াড়রা।
এ প্রসঙ্গে জেনে নেব বিপিএল ইতিহাসে সবথেকে বেশি ছয় হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা।
1⃣ এই তালিকায় প্রথমে আছেন ক্যারিবিয়ান দানবীয় তারকা ক্রিস গেইল। তিনি ছয় মেরেছেন 120টি।
2⃣ দুই নম্বরে আছেন সাব্বির রহমান। তিনি বিপিএলে ছয় মেরেছেন 62 টি।
3⃣ এরপর তামিম ইকবাল, বিপিএলে ছয় মেরেছেন 60টি।
4⃣ ইভেন লুইস, বিপিএলের ছয় মেরেছেন 57 টি।
5⃣ বিপিএল ইতিহাসে মুশফিকুর রহিম ছয় মেরেছেন 57 টি।
Hi
ReplyDelete