গুগলে কার ভক্ত বেশি? নিউজিল্যান্ড শ্রীলঙ্কা চেয়ে এগিয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে ৮, ওয়ানডেতে ৭ ও টেস্টে নবমতম অবস্থানে আছে বাংলাদেশ। আইসিসি রেংকিং এ বাংলাদেশ বড়সড় ভাবে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ডের থেকে বাংলাদেশে এক দিক দিয়ে এগিয়ে আছে। সেটা হচ্ছে জনপ্রিয়তার বিচারে।
এক গবেষণায় গুগল বলছে, কিউইদের থেকে টাইগারদের গুগলে বেশি সার্চ করে ক্রিকেটভক্তরা।
অনেকে বলতে পারেন নিউজিল্যান্ড ক্রিকেটে ভালো খেললে বসে ঠিক ক্রিকেট প্রধান দেশ নয়? হ্যাঁ, নিউজিল্যান্ড ক্রিকেট প্রধান দেশ নয় এশিয়ার দেশগুলো একটু বেশি ক্রিকেটপ্রেমী। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে অনেক গুণ এগিয়ে আসে শ্রীলংকা কিন্তু তাদের ক্রিকেটপ্রেমীরা একেবারেই কম।
এই তালিকার শীর্ষে অবস্থান ভারতের। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রতি মাসে গড়ে প্রায় ২,৫০০০০ মানুষ ভারতের ক্রিকেট দলকে সার্চ করেছেন। এরপর রয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেট দলকে গুগলে সার্চ করেছেন ৬৬ হাজার মানুষ। গুগল এ সার্চ করার এই তালিকায় বাংলাদেশের সে এগিয়ে আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ।
তবে বাংলাদেশের পিছনে আছে শ্রীলংকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এর মত দলগুলো। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বেশি হলেও গুগলের সার্চ করেন অধিকাংশেরই কম। তারপরও নিউজিল্যান্ড শ্রীলঙ্কার মতো দেশগুলোকে পিছনে ফেলেছে বাংলাদেশ।
এতক্ষণ জানলাম দেশের ক্রিকেট দলকে গুগোল এ সার্চ করা নিয়ে। ব্যক্তিগতভাবে কোন ক্রিকেটারকে গুগলের সব থেকে বেশি সার্চ করা হয়?
এই প্রশ্নের উত্তরে আছে বিরাট কোহলি। প্রায় ১৬ লাখ মানুষ বিরাট কোহলি কে চাষ করেছেন।
No comments