3 টেস্ট 3 টি টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ
করোনা ভাইরাসের কারণে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। সারা বিশ্বের ক্রিকেট মাঠ গুলো এখন শ্মশান মাঠে রূপ নিয়েছে। ব্যাটেবলে লড়াই নেই নেই দর্শকদের উচ্ছ্বাস।
প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায় আছেন লাখ লাখ দর্শক। সূচি অনুযায়ী জুলাই মাসের শ্রীলঙ্কা সফর ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কায় করনা সংক্রামক একেবারেই কম হয় এই সিরিজটি আয়োজনে বিশেষ আগ্রহী তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেটারদের নিয়ে কোনরকমে ঝুঁকি নিতে চান না। যদিও ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত অনুশীলনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে বোর্ড।
ক্রিকেট ভক্তদের জন্য এই বছর ছিল অনেক গুরুত্বপূর্ণ। 2020 সালে আয়োজন হওয়ার কথা ছিল। এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় বড় সব টুর্নামেন্ট।
কিন্তু করণ আর কারণে স্থগিত করা হয়েছে বিশ্বকাপ ও এশিয়া কাপ। আর ভারতের বদলে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের 13 তম আসর।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর শ্রীলংকার সাথে টেস্ট সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এ প্রসঙ্গে ক্রিকবাজ কে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম খান বলেন, শ্রীলংকার সাথে আমাদের কেবল তিনটি টেস্ট খেলার কথা ছিল এখন আমরা কিছু সীমিত ওভারের ম্যাচে যোগ করতে চাচ্ছি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেশি আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
No comments