অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ যাচ্ছে শ্রীলঙ্কা সফরে
এরইমধ্যে মাঠের অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কা। সবকিছু নিয়ন্ত্রণ রেখেই বাংলাদেশ যাবে শ্রীলঙ্কা সফরে।
আজ থেকে মাঠের অনুশীলনে ফিরেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কা ক্রিকেট দল দুই ভাগ হয়ে করছে মাঠের অনুশীলন। বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে সবগুলো প্রস্তুতি নিচ্ছে তারা। শ্রীলঙ্কায় করোনা আক্রান্ত একেবারেই কম হওয়ায় বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনে বেশ আগ্রহী তারা।শ্রীলংকা বাংলাদেশ সিরিজ স্থগিত করা হলেও তা একেবারেই বাতিল করা হয়নি। তাই প্রস্তুতি নিয়েই বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। নিরপেক্ষ ভেন্যুতে দর্শক বিহীন মাঠে খেলতেও রাজি শ্রীলংকা ক্রিকেট বোর্ড। এবার দেখে নিন শ্রীলংকার প্রস্তুতি ম্যাচের সংক্ষিপ্ত পরিসংখ্যান।
কুশল মেন্ডিস একাদশ। ১৮৯/৪ ওভার ২০। দিনেশ চান্দিমাল ৬৩* এবং পেরেরা ৫০
ধনঞ্জয়া ডি সিলভা একাদশ। ১৯১/৬ ওভার ১৯.২। শানাকা ৭৭ এবং ধনঞ্জয়া ৪২
উল্লেখ্য, ইংল্যান্ড ও পাকিস্তান সিরিজের জন্য পাকিস্তান এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছেছে। 14 দিন কোয়ারেন্টাইন পালন করে মাঠে ক্রিকেটে ফিরবে পাকিস্তান ও ইংল্যান্ড। বর্তমানে শ্রীলঙ্কা সফর স্থগিত পাওয়ার বাংলাদেশের আছে নিউজিল্যান্ড সফর। শ্রীলংকার মত নিউজিল্যান্ডেও করনা আক্রান্ত সংখ্যা খুবই কম। এরই মধ্যে নিউজিল্যান্ডকে করো না মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
No comments