আয়োজিত হচ্ছে এশিয়া কাপের ১৫ তম আসর | দেখে নিন, বাংলাদেশের একাদশ
এ বছরই হওয়ার কথা ছিল বিশ্বকাপ এশিয়া কাপ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএল এর মত বড় বড় সব টুর্নামেন্ট। কিন্তু প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস এর কারণে তা স্থগিত করা হয়েছে।
এ বছরই পাকিস্তানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে এশিয়া কাপ।
তবে ১৫ তম এশিয়া কাপ টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে ভারত।
এখনো চূড়ান্ত হয়নি এশিয়া কাপের ২০২০ ভেন্যু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাজমুল হাসান পাপন এর মধ্যে ভিডিও কনফারেন্সে করেছেন।
টি-টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপ ২০২০ আয়োজনে জোর দিচ্ছে ACC
এবার দেখে নেব 15 তম এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
১) মাহমুদুল্লাহ রিয়াদ
২) তামিম ইকবাল
৩) সৌম্য সরকার
৪) মুশফিকুর রহিম
৫) লিটন দাস
৬) আফিফ হোসেন
৭) মোহাম্মদ সাইফুদ্দিন
৮) নাঈম শেখ
৯) আমিনুল ইসলাম বিপ্লব
১০) মুস্তাফিজুর রহমান
১১) মেহেদী হাসান
১২) আলামিন হোসেন
১৩) নাসুম আহম্মদ
১৪) হাসান মাহমুদ
১৫) শফিউল ইসলাম
তো ফেভার্স কেমন ছিল এই একাদশ টি? কমেন্ট করে জানিয়ে দিন। @মাসুম_হোসেন
No comments