BCCI vs ICC - আইপিএল ও বিশ্বকাপ আয়োজনে ভারত আইসিসির দ্বন্দ্ব

আইপিএল আয়োজনে জোর দিচ্ছে ভারত অপরদিকে বিশ্বকাপ আয়োজনে জোর দিচ্ছে আইসিসি। এবছরই হওয়ার কথা ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল আইসিসি t20 বিশ্বকাপ। মহামারী করোনা ভাইরাসের কারণে, স্থগিত করা হয়েছে জনপ্রিয় দুই আসরই। বিশ্বকাপ আয়োজনে এখনো আগ্রহী আইসিসি। অন্যদিকে বিশ্বকাপের উপর নির্ভর করবে এবারের আইপিএল আয়োজন।

ভারত ও আইসিসির দ্বন্দ্বের কারণ কি?

সেপ্টেম্বর-অক্টোবরে ভারত আয়োজন করতে যাচ্ছে এবারের আইপিএলের আসর। কিন্তু বিশ্বকাপের জন্য তা করতে পারছে না। ভারত ও অন্যান্য ক্রিকেট বোর্ড চাচ্ছে যেন এবারের বিশ্বকাপ আয়োজিত না হয়। কিন্তু, আইসিসি অন্যান্য ক্রীড়া আসার গুলোর মতো বিশ্বকাপের স্থগিত করে রেখেছে।

টি 20 বিশ্বকাপ 2020 আয়োজন হবে না প্রায় এটা সবাই জানা। এমনকি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও বলেছে এবারের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়। এরই মধ্যে অনেকবার ভিডিও কনফারেন্স করেছে আইসিসি। তবে ঘোলসা করে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বের হয়নি। আইসিসি এখনো আশায় রেখেছে দর্শক সমর্থকদের।

করোনার মহামারীতে আইপিএল স্থগিত করা হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ভাবছে ভারত। তাই আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জোর দিচ্ছে বিসিসিআই। বিসিসিআই চাচ্ছে তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক কিন্তু আইসিসি তা ঝুলিয়ে রেখেছে।

উল্লেখ্য করোনার মহামারী থাকলেও সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করবে এফবিসিসিআই। এমনকি সেটা দর্শক বিহীন মাঠেও হতে পারে। বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এবারের আইপিএল। এবারের আইপিএল আয়োজন না হলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বিসিসিআইকে।

No comments

Powered by Blogger.